শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে ঢাবি ভিসি কার্যালয় ঘেরাও

ঢাবি প্রতিনিধি : মাস্টার্স প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, গত ১৮ জুন থেকে মাস্টার্সের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনার্সের ফল ও নম্বরপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় ১৫০ শিক্ষার্থীর মধ্যে শতাধিক শিক্ষার্থীই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। ফলে ১৮ তারিখের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সোমবার দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রস্তুতি না থাকায় শিক্ষার্থীরা এ দিন পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন। এ সময় তারা ঈদের পরে পরীক্ষা নেওয়ার দাবি জানান।এদিকে ইংরেজি বিভাগের শিক্ষকরাও রোববার সকালে উপাচার্যের কাছে পরীক্ষা পেছানোর অনুরোধ করেন। কিন্তু তিনি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তাদের ফিরিয়ে দেন।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেউ পরীক্ষায় অংশ না নিলে তার দায় প্রশাসন বহন করবে না।  রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৫/ইয়াসিন/নওশের