শিক্ষা

বেফাক-এর ওয়েবসাইট পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ওয়েবসাইট পরিবর্তন হয়েছে। আজ বুধবার বোর্ডের আইটি ইনচার্জ ফরহাদ হাসানের বরাত দিয়ে মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সব তথ্য ও রেজাল্ট পূর্বের ডোমেইনের  (www.befaqbd.com) পরিবর্তে নতুন ডোমেইন (www.wifaqbd.org) থেকে পাওয়া যাবে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৫/হাসান/বকুল