শিক্ষা

পাহাড়ের ৮১৩ মেধাবীকে বৃত্তি প্রদান

জেলা সংবাদদাতাবান্দরবান, ৩১ আগস্ট: বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৮১৩ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান কার্যালয়ে এক সভায় পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। উন্নয়ন বোর্ডের সাংসদ বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির অর্থ প্রদান করেন।উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম। এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ, মহিলা কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া ও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজসহ আরও অনেকে।সভা শেষে বান্দরবানের ১৮৮ জন, রাঙামাটির ৩৩১ জন ও খাগড়াছড়ির ১৮৮ জনসহ মোট ৮১৩ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। শনিবার বান্দরবানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই বৃত্তির অর্থ তাদের মাঝে প্রদান করা হয়। তবে, অপর দুই জেলার ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্ব স্ব কার্যালয় থেকে প্রদান করা হবে। এই সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন প্রতি ২ হাজার ৪শ’ টাকা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন প্রতি ৩ হাজার ৬শ’ টাকা করে বৃত্তির অর্থ প্রদান করা হয় বলে জানা গেছে।এদিকে, বান্দরবান সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ বলেন,“বান্দরবানের ছাত্র-ছাত্রীদের ওই বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। অন্য দুই জেলার ছাত্র-ছাত্রীদের কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হবে।” উল্লেখ্য, প্রতি বছর উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। কিন্তু বিগত বছরগুলোতে বৃত্তির তালিকা তৈরির ক্ষেত্রে সাম্প্রদায়িকতার আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করে স্থানীয় বাঙালি ছাত্র-ছাত্রীরা। রাইজিংবিডি/এস বাসু দাশ/এসএস/এলএ