শিক্ষা

সব বিভাগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করার দাবি

নিজস্ব প্রতিবেদক : দেশের সব বিভাগে একটি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ডেমোনেস্ট্রেটর সংকট নিরসন করা, ল্যাবে আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ করা, আবাসন-পরিবহন-ক্লাস রুম সংকট নিরসন করা, পর্যাপ্ত বই সরবরাহ এবং ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে (ট্রেনিং) সন্মানজনক ভাতা প্রদান করা।

 

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সার্ক ফোয়ারা হয়ে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গিয়ে শেষ হয়।

       

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/নাসির/উজ্জল