শিক্ষা

ইয়ুথ ফোরামের চূড়ান্ত বির্তকে বিজয়ী বিরোধী দল

জবি প্রতিনিধি : পঞ্চদশ ঢাকা জেলা রোভার মুট ও প্রথম কমডেকা ২০১৬-এর ইয়ুথ ফোরামের চূড়ান্ত বির্তক প্রতিযোগিতায় বিরোধী দল বিজয়ী হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোভার মুটের সদস্যরা সরকারি দল এবং বিরোধী দলে বিভক্তি হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন।

 

রোববার বিকেলে সাভারের আশুলিয়ায় দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান।

 

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্য হযরত বেলাল, সেরাদের সেরা বক্তা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হাসান আলী। সঞ্চালনা করেছেন সৈয়দ মো. সিয়াম।

 

অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. মিজানুর রহমান ক্যাম্পের বিভিন্ন তাঁবু ঘুরে দেখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইযুথ ফোরামের ডিরেক্টর জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার এবং বাংলাদেশ স্কাউটস  ঢাকা জেলা রোভারের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মজুমদার প্রমুখ।

     

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/আশরাফুল/মুশফিক