শিক্ষা

জবি ক্যাম্পাসে নর্থ সাউথের ছাত্র আটক

জবি প্রতিনিধি : জঙ্গিবাদে ‘জড়িত’ সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

 

রোববার দুপুরে জবি ক্যাম্পাসের অবকাশ ভবনে অবস্থানরত অবস্থায় মোহাম্মাদ রাকিব হাসান টিপু নামের ওই ছাত্রকে আটক করা হয়। তিনি  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

 

বিভিন্ন সূত্র জানায়, টিপু রোববার দুপুর ১২টার দিকে জবি ক্যাম্পাসে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন। তার পোশাক ও চলাফেরায় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি। পরে তাকে কোতয়ালী থানায় সোর্পদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

কোতয়ালী থানার ওসি আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক রাখা হয়েছে।’

 

জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/আশরাফুল/শাহনেওয়াজ