শিক্ষা

‘শিক্ষা মন্ত্রণালয়ে নাশকতার তথ্য জানাতে পারবেন শিক্ষকরা’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক অথবা কর্তৃপক্ষের কেউ ব্যক্তিগতভাবে নাশকতার কোনো তথ্য দিতে চাইলে সেটি তারা মন্ত্রণালয়ে জানাতে পারেন। এক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে।’ 

 

শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জঙ্গিবাদ প্রতিরোধে কারিগরি শিক্ষকদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

স্কুলে অনুপস্থিত থাকলেই জঙ্গি, এ কথা ঠিক নয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকেই বলছেন, আমি নাকি বলেছি- কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে ১০ দিন অনুপস্থিত থাকলেই জঙ্গি হয়ে যাবে। এটি নিয়ে অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা বলেছি, কোনো শিক্ষার্থী একদিন অনুপস্থিত থাকলে শিক্ষকরা এর কারণ খুঁজে দেখবেন।’ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনোদনমূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন শিক্ষামন্ত্রী।

 

কোনো শিক্ষার্থী ভিন্ন পথে পরিচালিত হচ্ছে কিনা, এ বিষয়টি গুরুত্ব দিয়ে খেয়াল রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দেন নুরুল ইসলাম নাহিদ। 

 

তিনি বলেন, ‘সরকার কারিগরি শিক্ষার প্রসারে কাজ করছে। বর্তমানে ১৪ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করছে। যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। আমরা এ হারকে আরো বাড়াতে চাই।’

 

শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক মো. হানজালা প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/ইয়ামিন/রফিক