শিক্ষা

প্রশ্নপত্র প্রণয়নকারীদের জ্ঞানসম্পন্ন হওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত কাজের সাথে জড়িত শিক্ষকদের পর্যাপ্ত আধুনিক জ্ঞানসম্পন্ন ও দক্ষ হওয়া জরুরি।

 

মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মালটিপল চয়েস কোশ্চেন (এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরির বিষয়ে অবগত করতে এ কর্মশালার আয়োজন করে ইউজিসি।

 

পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যবহৃত এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নপত্রের ধরণ, কৌশল, নিয়ম-কানুন এবং তৈরির প্রক্রিয়া সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

 

ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ড. এম. মোজাহার আলী।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ