শিক্ষা

এমপিওভুক্তির আবেদন জমা রোববার পর্যন্ত

   

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

নতুন এ তারিখ নির্ধারণ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান।

 

জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে এমপিওভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। রোববারের মধ্যে অধিদপ্তরের উপ-পরিচালকরা যেসব আবেদন পাঠাবেন সেগুলো সেপ্টেম্বর মাসের এমপিওর সভায় উপস্থাপন ও নিষ্পত্তি হবে।

 

এ বিষয়ে অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, প্রতি বিজোড় মাসে এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয় এবং ১৫ তারিখের মধ্যে আবেদন জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু চলতি মাসে ঈদুল আজহার ছুটি থাকায় কয়েকদিন কাজ করতে পারেননি শিক্ষা অফিসাররা। তাই সময় বাড়ানো হয়েছে। তবে, সময় বাড়ানো শুধু চলতি সেপ্টেম্বরের জন্যই কার্যকর হবে। অন্যান্য মাসে বরাবরের মতো ১৫ তারিখ সুপারিশ ও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকছে।

     

রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৬/হাসান/ইভা