শিক্ষা

প্রশ্নফাঁস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান

ঢাবি সংবাদদাতা : স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রশ্নফাঁস বন্ধ নয় বরং অপরাধীদের আরো উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।

 

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রতিবছরই মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।

 

ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, গত বছর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ইউজিসির এক কর্মকর্তা পুলিশ হেফাজতে মারা যান। পরবর্তী সময়ে সারা দেশে এর প্রতিবাদে আন্দোলন হয়। গত ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ আন্দোলনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আন্দোলনকারীদের গুজব রটনাকারী হিসেবে উল্লেখ করে আইসিটি অ্যাক্টে তাদের বিচারের হুমকি দেন। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

 

লিখিত বক্তব্যে ইভা বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য  এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বাড়বে, বহু নির্বাচনী প্রশ্নে ১০ নম্বর কমবে। এই দুই পরীক্ষার মধ্যকার বিরতিও থাকবে না। এর প্রতিবাদে আমরা সারা দেশে আন্দোলন করেছি। এসব সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া কিছু নয়। শিক্ষার্থীদের প্রতি ন্যূনতম দায়িত্বশীলতাও তারা দেখায় না।

 

রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৬/মাহমুদ/হাসান/রফিক