শিক্ষা

শাবিতে আটক দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা চলাকালে উত্তর সরবরাহের অভিযোগে আটক দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ ১ম আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

 

নগরীর জালালাবাদ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও বগুড়ার একটি কোচিং সেন্টারের শিক্ষক ইশাদ ইমতিয়াজ হৃদয়ের তিন দিনের এবং শাবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র আল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল।

 

এর আগে গত শনিবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

 

ওই সময় পুলিশ জানান, ইমতিয়াজ কোচিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উত্তর সরবরাহের কাজ করে আসছিলেন। ক্যালকুলেটরে সিম ও বিশেষ ডিভাইস যুক্ত করে পরীক্ষার হলেই উত্তর সরবরাহের কাজ করত চক্রটি।

 

শাবির ভর্তি পরীক্ষায়ও এমন অভিনব প্রতারণার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। গোপন খবরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এ চক্রের সদস্য ইশাদ ইমতিয়াজ হৃদয় ও আল আমিনকে আটক করে।

   

রাইজিংবিডি/সিলেট/২৮ নভেম্বর ২০১৬/কামাল/সুজন/বকুল