শিক্ষা

জবি শিক্ষক সমিতির সভাপতি প্রিয়ব্রত, সাধারণ বাকী

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ২০১৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা দুজনই নীলদলের ড. যাকারিয়া মিয়ার সমর্থক।

 

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. ছগীর হোসেন খন্দকার এ ফলাফল ঘোষণা করেন।

 

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ সময় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে ৫৭৪ জন ভোটারের মধ্যে ৪৪০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

এবারের নির্বাচনে সরকার সমর্থিত প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদল দুটি ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করে। বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল কোনো প্যানেল দেয়নি। তবে এ নির্বাচনে ভোট প্রদান করেছেন তারা। নীলদলের দুটি পক্ষের কেউ পুরো প্যানেলে জয়ী হতে পারেনি। তবে ড. যাকারিয়া পক্ষের শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়ী হয়েছেন তারা। অপরদিকে ড. মোহাম্মদ সেলিম পক্ষের শিক্ষকরা কার্যনির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনার জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. প্রিয়ব্রত পাল ২২৯ ভোট পেয়ে সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ২৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ (২৫২), কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আরিফ (২৪১), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম  (২৫৫) নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া বাংলা বিভাগের প্রভাষক শাহ্ মো. আরিফুল আবেদ (২৮৭), মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায় (২৮৩), পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাবরিনা রহমান (২৬৬), ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা (২৪৯), মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ (২৪০), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন (২৩৬), ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজাউল হোসাইন (২২৩), আইন বিভাগের সহকারী অধ্যাপক জেলিনা সুলতানা (২২১) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক কাজী ফারুক হোসেন (২১৬) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

নবনির্বাচিত সভাপতি ড. প্রিয়ব্রত পাল ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, তাকে নির্বাচিত করায় সহকর্মীদের কাছে তিনি কৃতজ্ঞ। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তিনি।

   

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/আশরাফুল/মুশফিক