শিক্ষা

১৬ জানুয়ারি ইবির অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ১৬ জানুয়ারি ভর্তির সাক্ষাৎকার শুরু হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ৪৪৯ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি মেধা তালিকা থেকে ভর্তির মেয়াদ শেষ হয়। ১৬৯৫টি আসনের বিপরীতে মেধা তালিকা থেকে ভর্তি হয়েছে ১২৪৬ জন শিক্ষার্থী। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে। রাইজিংবিডি/কুষ্টিয়া/১২ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/বকুল