শিক্ষা

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম দিদারুল ইসলাম (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বর্ষের মার্কশিট উত্তোলনের আবেদন করতে দিদারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে যান। এ সময় হলে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে শিবির সন্দেহে আটকে রাখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্র্রক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন, দিদারুল ইসলাম নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোসাদ্দেক মিয়া জানান, দিদারুলকে হাটহাজারী থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

   

রাইজিংবিডি/চবি/১৭ জানুয়ারি ২০১৭/রিশিত