শিক্ষা

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এ অভিনয় বিষয়ে প্রতিযোগিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ঐতিহ্যের ধারক ও বাহক। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশদ্বার হিসেবে বিগত কয়েক বছরে নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগের পথচলা শুরু হয়। ফলে শিক্ষার্থীরা সুকুমারবৃত্তিক রচনায় বিকশিত হতে পারবে। জীবনকে উপস্থাপন, মানুষের সামনে তুলে ধরার জন্য অভিনয় অন্যতম মাধ্যম। যা নাট্যকলার ছাত্র-ছাত্রীদের মাধ্যমে চিত্রায়িত হয়। ‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অভিনয়)-২০১৬’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা। বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা। এ সময় জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল হালিম প্রামাণিক ও সহকারী অধ্যাপক কামালউদ্দিন খানসহ বিভিন্ন বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। এবারের অভিনয় প্রতিযোগিতায় একক ও দলীয় পর্বে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আশরাফুল/মুশফিক