শিক্ষা

জবিতে ৩৫তম বিসিএস ক্যাডারদের মিলনমেলা

জবি প্রতিনিধি : ‘অটুট বন্ধনে আমরা জবিয়ান’ এই স্লোগানকে সামনে রেখে ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিলনমেলায় অংশ নিয়ে জবি ভিসি ড. মীজানুর রহমান বলেন, ৩৫তম বিসিএস সুপারিশপ্রাপ্তদের মধ্যে সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের এই সফলতাই প্রমাণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান অন্যতম। শুধু বিসিএস পরীক্ষাতেই নয় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া বলেন, হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে জবি শিক্ষার্থীদের এ অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত বিভিন্ন ক্যাডারের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সমৃদ্ধকরণ ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে সমস্যার সমাধান হলে শিক্ষার্থীদের আরো ভালো অবস্থানে যাওয়া সম্ভব। পুলিশ ক্যাডারের জ্যোতির্ময় সাহা অপু, রাশেদুল ইসলাম এবং অ্যাডমিন ক্যাডারের রবিউল ইসলামের ব্যবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম, শিক্ষক সমিতির সভাপতি ড. প্রিয়ব্রত পাল, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাকী, নীল দলের সভাপতি ড. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদ, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফ