শিক্ষা

ঝালকাঠির পিপলিতা বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়েছে। রোববার বিকেলে অভিভাবক সমাবেশের মাধ্যমে ব্যক্তিগত অর্থে শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স ও নাস্তা বিতরণ করে এ কর্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বি এম আরিফ হোসেন মিন্টু। অভিবাবক সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক রওশনারা বেগম, প্রাক্তন ইউপি সদস্য শরিফুল ইসলাম কুদ্দুস, অভিবাবক সদস্য মো. কামাল হোসেন, রুমা বেগম, শরিফা বেগম। বিদ্যালয়ে প্রধান শিক্ষক রওশনারা বেগম জানান, লেখাপড়ার মান উন্নয়নের জন্য তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ৯৬ জন শিক্ষার্থীকে টিফিনবক্স ও নাস্তা বিতরণ করে মিড-ডে মিল চালু করা হয়েছে। এর ফরে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে। রাইজিংবিডি/ঝালকাঠি/২২ জানুয়ারি ২০১৭/অলোক সাহা/রিশিত