শিক্ষা

উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে উপাচার্যকে সর্বাত্মক অসহযোগিতা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশন। আজ সোমবার অফিসার্স অ্যাসোসিয়েশন নেতারা উপাচার্য ড. এ কে এম নুর উন নবীর সঙ্গে সাক্ষাত করার পর এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানান। দাবিসমূহ হলো- যোগ্য কর্মকর্তাদের আপগ্রেডেশন/ প্রমোশন দ্রুত বাস্তবায়ন, পুলিশি মামলায় হয়রানির শিকার কর্মকর্তাদের বেতনভাতাদি প্রদান করে চাকরি স্থায়ীকরণ এবং বেতন স্থগিত কর্মকর্তাদের স্বপদে বহাল রেখে বেতন চালু করা। ঘোষণার পরপরই নিজেদের কক্ষ থেকে বেরিয়ে আসেন সকল কর্মকর্তা। ফলে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে অনেককে ভোগান্তির শিকার হতে দেখা যায়। কর্মকর্তারা অভিযোগ করেন, উপাচার্য বিভিন্ন কারণ দেখিয়ে দীর্ঘদিন থেকে কর্মকর্তাদের আপগ্রেডেশন/প্রমোশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বার বার ভঙ্গ  করেছেন। সিন্ডিকেটে মিথ্যা তথ্য দিযে পুলিশের দায়েরকৃত মামলায় সংশ্লিষ্টতা দেখিয়ে কর্মকর্তাদের বেতন স্থগিত, আপগ্রেডেশনপ্রাপ্ত পদে স্থায়ী ও শুন্যপদে পদায়ন রহিত করেছেন। এ ব্যাপারে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ফিরোজ সাংবাদিকদের বলেন, এ সব দাবি নিয়ে বার বার উপাচার্যের কাছে গেলেও তিনি শুধু আপগ্রেডেশন বা প্রমোশন নীতিমালা রিভিউ করার নামে কালক্ষেপণ করেন। এ পর্যন্ত তিন বার আপগ্রেডেশন বা প্রমোশন নীতিমালা রিভিউ করা হযেছে। দাবি মানা না হলে আসন্ন সিন্ডিকেট অকার্যকর করা হবে বলে জানান কর্মকর্তাদের এ নেতা। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর উন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। রাইজিংবিডি/রংপুর/২৩ জানুয়ারি ২০১৭/নজরুল মৃধা/বকুল