শিক্ষা

ছাত্রসংসদ সক্রিয় করার দাবি জবি ছাত্রলীগের

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রসংসদ সক্রিয় করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিরাজুল ইসলাম বলেন, ছাত্রসংসদ সক্রিয় না থাকায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি আদায় কঠিন হয়ে পড়ে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের দাবি তুলে ধরি। ছাত্রসংসদ সক্রিয় থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো তুলে ধরা এবং তা আদায় করা সহজ হবে। অবিলম্বে ছাত্র সংসদ সক্রিয় করার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে আছে। সব সমস্যার সমাধানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা অতীতে রেখেছে, এখনো রাখবে। ছাত্রসংসদ কার্যকর হলে সে সুযোগ আরো বাড়বে। এ সময় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফ