মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে উত্তর সরবরাহ করায় দুই শিক্ষক ও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার পরীক্ষা চলাকালে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষক নিলু রুদ্র পাল ও খায়রুল ইসলাম সোহান পরীক্ষার হলে কর্মরত থাকাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন। পরে তাদের দায়িত্ব থেকে বহিষ্কার করা এবং ৩০ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে তিন বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করায় শিলুয়া উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাশিন আহমদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। রাইজিংবিডি/মৌলভীবাজার/০৭ ফেব্রুয়ারি ২০১৭/হোসাইন আহমদ/বকুল