শিক্ষা

জবির নাট্যকলার চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সম্রাট আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন ওই বিভাগরই এক ছাত্রী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকেলে এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। তিনি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। তিনি জানান, গত বুধবার সন্ধ্যায় নিজ বিভাগের শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি বুধবার ক্লাসে না আসায় আব্দুল হালিম প্রামাণিক ওই ছাত্রীকে ফোন দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ক্লাসের জন্য ডাকেন। ওই ছাত্রী বিভাগে পৌছানোর পর দেখেন ক্লাস শেষ হয়ে গেছে। এ সময় ওই ছাত্রী আব্দুল হালিম প্রামাণিকের সঙ্গে দেখা করলে তিনি বলেন, ‘ক্লাসে উপস্থিতি কম থাকার কারণে তুমি পরীক্ষা দিতে পারবে না। একটা দরখাস্ত লেখ, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেব।’ এ ছাড়া তিনি বিভিন্ন উপদেশ দেন ওই ছাত্রীকে। এরপর আরো কথা আছে বলে তাকে চতুর্থতলায় বিভাগীয় ক্লাস রুমে বসার কথা বলেন। পরে সেখানে জোরপূর্বক শরীরিকভাবে লাঞ্ছিত করেন ওই শিক্ষক। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রী জানান, এ ঘটনা কাউকে না জানাতে অনুরোধ করেন ওই শিক্ষক। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার চান ওই ছাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার ওই দিন নাট্যকলা বিভাগের ওই ব্যাচের ক্লাস শুরু হয় আড়াইটার দিকে এবং শেষ হয় ৫টা ২০ মিনিটে। অথচ ওই শিক্ষক সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী ক্লাস আসার জন্য বলেন। অসৎ কোনো উদ্দেশ্য থেকেই তিনি এ কাজ করেছিলেন বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। এদিকে অভিযোগের বিষয়ে সম্রাট আব্দুল হালিম প্রামাণিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জবি উপাচার্য বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি।শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. হেলেনা ফেরদৌসিকে প্রধান করে নারী নির্যাতনবিষয়ক গঠিত তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফুল