শিক্ষা

জাবিতে ৩৯তম আবর্তনের সমাপনী শুরু

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম আবর্তনের শিক্ষার্থীদের (শিক্ষাবর্ষ ২০০৯-১০) সমাপনী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জাকসু ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আবারও জাকসু ভবনের সামনে এসে শেষ হয়। চার দিনব্যাপী সমাপনী উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে আজ সন্ধ্যা ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বাউল সন্ধ্যা। আগামীকাল শনিবার সকালে বৃক্ষরোপন কর্মসূচি, দুপুরে র‌্যাগ আড্ডা, বিকেলে ফানুস উৎসব এবং সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। রোববার সকালে ফটোসেশন, ঘুড়ি উৎসব ও মেহেদী উৎসব, দুপুরে খেলাধুলা এবং সন্ধ্যায় কনসার্ট অনুষ্ঠিত হবে। সোমবার উৎসবের শেষ দিনে রয়েছে ৩৯তম আবর্তনের শিক্ষার্থীদের জন্য গ্রান্ড ডিনার ও ডিজে পার্টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেন। রাইজিংবিডি/জাবি/২৪ ফেব্রুয়ারি ২০১৭/তহিদুল ইসলাম/এসএন