শিক্ষা

বিশ্ববিদ্যালয় গেমসে ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাবি

নিজস্ব প্রতিবেদক : ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস–২০১৭-এর ক্রিকেট ইভেন্টের ফাইনালে জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ৫ উইকেটে হারিয়েছে ঢাবি। মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে জাবি দল ১২ রানেই তাদের প্রথম উইকেট হারায়। ঢাবির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাবি দল নিয়মিত উইকেট হারাতে থাকে। ১৭ ওভার ৩ বল খেলে মাত্র ১০১ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ৮ নম্বরে নামা ইশতিয়াক। ঢাবির বোলারদের মধ্যে ৪ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন দিদার। সুজন নেন ২ উইকেট। ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাবি। দলীয় ৭ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ৪র্থ উইকেট জুটিতে ইমন এবং রিফাত শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৪১ রানে রিফাত ২০ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান। রিফাতের আউটের পর ৫০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ইমন এবং সোহেল। ৯১ রানের মাথায় সোহেল ব্যক্তিগত ২০ রানে আউট হয়ে গেলেও ৪৬ বলে ৪৬ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইমন। জাবির বোলারদের মধ্যে হাবিবুল্লাহ এবং হারুন দুটি করে উইকেট নেন। রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/ইয়ামিন/রফিক