শিক্ষা

ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক : আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। বৃহস্পতিবার রাজধানীতে পল্লবী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ  প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওয়াটার এইড ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দুস্থ স্বাস্থ্যকেন্দ্র এ প্রতিযোগিতার  আয়োজন করে। বিতর্কে গ্রিন ইউনিভার্সিটির সাইফুল ইসলাম তুর্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ওই প্রতিযোগিতায় মোট ২৬ জন প্রতিযোগির মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ন বিতার্কিকরা গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের উৎসাহ দেন এবং ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যাশা করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/সাওন/নাঈম/সাইফ