শিক্ষা

জমে উঠেছে হাবিপ্রবির স্থাপত্যশৈলী প্রদর্শনী

হাবিপ্রবি প্রতিনিধি : দুই দিনব্যাপী স্থাপত্যশৈলী প্রদর্শনীর প্রথমদিন  দর্শকদের সরব উপস্থিতিতে কাটল স্থাপত্য  ‘অনুবন্ধু’ প্রদর্শনী। এদিন আর্কিটেকটদের নানা ডিজাইনের প্রদর্শনী হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র শিক্ষক মিলনায়তনের দোতালায়। হাবিপ্রবি আর্কিটেকচার আয়োজিত এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাসেম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির টিএসসি দর্শনার্থীদের পদচারণায় ‍মুখরিত ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিকেলে দলবেঁধে আসে দর্শনার্থীরা। অসাধারণ কারুকাজে সজ্জিত ছিল টিএসসির দোতালা। ঢুকতেই যেন মনে হয় অন্য জগতে চলে এসেছি। ক্লাসে উপস্থাপন করা সব বিষয় স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রথম বর্ষের কাঁচা হাতের আর্ট থেকে শুরু করে জটিল ও সুক্ষ্ম বিষয়ও স্থান পেয়েছে এখানে। তিনটা লেভেলের শিক্ষার্থীদের তৈরি প্রায় ১৫০টি স্থাপত্যের সমারোহে প্রাণবন্ত হয়ে উঠেছে এই আয়োজন। স্কুল কলেজের প্লানিং থেকে শুরু করে, শপিং মল, স্পেস ব্যবস্থাপনা, আর্ট পেপারে বিশিষ্ট ব্যক্তিদের ছবি সবকিছুই যেন প্রোগ্রামের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। ২D ও ৩D তে সাজানো অসাধারণ শিল্পকৌশল দেখে প্রশংসা করেছেন অনেকে। বিবিএ শেষ বর্ষের ছাত্র তারিকুল ইসলাম বলেন, অল্প দিনে প্রতিষ্ঠিত হওয়া এই আর্কিটেকচার বিভাগ এত কিছু করেছে, দেখেই ভাল লাগছে। সুন্দরভাবে সাজানো গোছানো টিএসসি যেন তার প্রাণ ফিরে পেয়েছে।  দেয়ালিকাতে নিজের অনুভূতি লেখার ব্যবস্থা আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছিলাম একেক জনের অনুভূতি। সারাদিনে প্রায় ২০০ জনের মত দর্শনার্থী দেয়ালিকায় নিজেদের মতামত ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এই স্থাপত্যশৈলী প্রদর্শনীর মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৭/মোস্তাফিজুর রহমান/রাসেল পারভেজ/রুহুল