শিক্ষা

কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান এ মেলার উদ্বোধন করেন। কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়, রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়, পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজ, কালীগঞ্জ শ্রমিক কলেজ ও জামালপুর কলেজ। বিজ্ঞান মেলার উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী মো. ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহেনা শারমিন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ।  রাইজিংবিডি/কালীগঞ্জ/১৭ এপ্রিল ২০১৭/রফিক সরকার/রিশিত