শিক্ষা

ঢাবি ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা, গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন চালকের সহকারী। এতে ওই শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ের কাছে রংধনু পরিবহনের বাসের সহকারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। আহত ওই শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের বিষয়টি জানান আল আমিন। তিনি বলেন, আমি শুক্রবার দুপুরে ক্যাম্পাস থেকে ব্যক্তিগত কাজে কাকরাইল যাই। কাজ শেষে শাহবাগে যেতে রংধনু পরিবহনে উঠি। গাড়ির স্টাফ আমার কাছে অতিরিক্ত ভাড়া চাইলে আমি অসম্মতি জানাই। এতে আমার সাথে বাকবিতণ্ডা হয় এবং শাহবাগ মোড়ে আসার আগেই আমাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাস্তায় পড়ে আমার হাত ভেঙে যায়। পরে আশপাশের লোকজন ও পুলিশ এসে বাসটি আটক করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মুকুল আমাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পুলিশ ওই গাড়ির দুই স্টাফকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। বর্তমানে তারা শাহবাগ থানায় আছেন। শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা জাফর আলী বলেন, দুজন এখনো থানায় আটক আছেন। এ ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে দুইপক্ষের মধ্যে সমঝোতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, সম্প্রতি সিটিং সার্ভিস বন্ধ করার ঘোষণা দেওয়ায় বাসচালক ও স্টাফরা বেপরোয় হয়ে গেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মারমুখি আচরণ করছেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। যাতে আর কোনো শিক্ষার্থীকে এভাবে হামলার শিকার হতে না হয়। জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চায়। অতিরিক্ত ভাড়া চাওয়ায় আমাদের এক ভাই এর প্রতিবাদ করেছেন। তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। এ হামলা তারা ইচ্ছা করেই করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/ইয়ামিন/রফিক