শিক্ষা

বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে ২.৫৪ ভাগ

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার ফলাফলে পাস ও জিপিএ-৫ এ গত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার। গত বছর (২০১৬) বিজ্ঞান বিভাগ থেকে ৩ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন পরীক্ষায় অংশ নেয়। আর এবার অংশ নিয়েছে ৪ লাখ ২২ হাজার ১৫৫ জন। এবার পাস করেছে ৩ লাখ ৯৪ হাজার ৭২ জন। গত বছর পাস করেছিল ৩ লাখ ৬১ হাজার ৯৪৬ জন। এ ছাড়া চলতি বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মোট ৯২ হাজার ৩৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৯ হাজার ৩৮৪ জন। মোট পরীক্ষার্থীর তুলনায় গতবার ৯৫ দশমিক ৩৫ শতাংশ পাস করলেও এবার পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী। রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৭/হাসিবুল/সাইফ