শিক্ষা

কর সুবিধায় ২৮৫ নতুন সরকারি কলেজ

এম এ রহমান : বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারিকরণে সুযোগ পাওয়া ২৮৫টি কলেজকে কর সুবিধা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সম্পত্তি সরকারের অনুকূলে হস্থান্তরে দানপত্র দলিলে কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। অর্থ মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপণসূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরিণ সম্পদ বিভাগের যুগ্মসচিব পারভীন বানু সই করা আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ  প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারের অনুকূলে হস্থান্তরের জন্য সম্পাদিতব্য দানপত্র দলিলের উপর প্রদেয় স্ট্যাম্প ডিউটি মওকুফ করা হলো। স্ট্যাম্প অ্যাক্ট ১৮৯৯ এর ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরিণ সম্পদ বিভাগের স্ট্যাম্প প্রশাসন অধিশাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে। সরকারি কলেজ নেই এমন উপজেলাগুলোতে একটি করে কলেজ সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৩ এপ্রিল ২৮৫টি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে এসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) সম্পাদন করে পাঠাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, যে উপজেলাগুলোতে সরকারি কলেজ নেই, সেই উপজেলাগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে ২৮৫টি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুন কলেজগুলো যুক্ত হওয়ার পর সারাদেশে সরকারি কলেজের মোট সংখ্যা দাঁড়াবে ৬১২টি। রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/এম এ রহমান/সাইফ