শিক্ষা

রেজিস্ট্রেশন হলো শেকৃবির শিক্ষার্থীদের

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের প্রথম ব্যাচ বিএসসি এনিম্যাল সায়েন্স এবং ভেটেরিনারির ওপর স্নাতক সম্পন্ন কৃত শিক্ষার্থীরা ভেটেরিনারি ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) রেজিস্ট্রার ডা. এমরান হোসাইন খান আনুষ্ঠানিকভাবে এএসভিএম অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থীদের হাতে রেজিস্ট্রেশন নম্বরসহ চিঠি তুলে দেন। এ সময় শেকৃবির মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলামসহ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০১২ সাল থেকে শেকৃবিতে এএসভিএম অনুষদের যাত্রা শুরু হয় এবং রেজিস্ট্রেশন পাওয়া শিক্ষার্থীরাই এ অনুষদের প্রথম ব্যাচ। বর্তমানে এ অনুষদে ৬ষ্ঠ ব্যাচ অধ্যয়নরত রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/আকাশ বাসফোর/সাইফ