শিক্ষা

জঙ্গিবিরোধী মনিটরিং সেল ইউজিসিতে নিয়মিত রিপোর্ট করছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিদের্শনা অনুযায়ী দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মকাণ্ড নজরদারির জন্য শিক্ষকদের সমন্বয়ে গঠিত মনিটরিং সেল নিয়মিতভাবে তাদের প্রতিবেদন মঞ্জুরি কমিশনকে অবহিত করছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান। মঙ্গলবার ইউমিউরি শিমবুন পত্রিকার নয়াদিল্লিস্থ ব্যুরো চিফ শিগেকি তাও-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যানের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারা বাংলাদেশে জঙ্গি এবং সন্ত্রাসবাদ বিষয়ে আলোচনা করেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, বর্তমানে এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তিনি জঙ্গি ও সন্ত্রাবাদ নির্মূলে সরকার ও মঞ্জুরি কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিগেকি তাও-এর কাছে তুলে ধরেন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর বিশেষ তৎপরতায় বর্তমানে জঙ্গি ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ সমস্যা নিরসনে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশের উচ্চশিক্ষার সামগ্রিক চিত্র শিগেকি তাও-এর কাছে তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপান সরকারের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

       

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/ইয়ামিন/মুশফিক