শিক্ষা

মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে দুই শিক্ষার্থীর অনশন

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে  অনশন শুরু করেছেন দুই শিক্ষার্থী। অনশনকারীরা হলেন পূজা বিশ্বাস ও সর্দার জাহিদ। পূজা বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও সর্দার জাহিদ ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ অনশন শুরু করেন তারা। অনশনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার কারণে তারা সামাজিক এবং পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পড়াশুনায়ও মনযোগ দিতে পারছেন না তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দেন। রাইজিংবিডি/জাবি/১৫ জুলাই ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল/শাহনেওয়াজ