শিক্ষা

জবি শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীদের নামে ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদ ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ ও মানববন্ধন করে তারা। গত সোমবার রাজধানীর বাংলামটর এলাকায় জবির তিনটি বাস উল্টোপথে যেতে চাইলে বাধা দেন কর্তব্যরত পুলিশ সার্জেন্ট কায়সার হামিদ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সার্জেন্টের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা অতিরঞ্জিত করে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগ এনে প্রথম আলোয় আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় ওই পত্রিকাটি বয়কটেরও আহ্বান জানায় তারা। ওই ঘটনার পর দিন ৩০-৪০ জন অজ্ঞাত শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেন সার্জেন্ট কায়সার হামিদ। মামলার এজাহারে তিনি দায়িত্ব পালনকালে হত্যার উদ্দেশ্যে মারধর, যানবাহন চলাচলে বাধা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিযোগ, মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার দিন ওই পুলিশ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে মামলার এজাহারের কোনো মিল নেই। হালকা ধাক্কাধাক্কি হয়েছে, যা তিনিও গণমাধ্যমে বলেছেন। কিন্তু মিথ্যা মামলা সাজিয়ে শিক্ষার্থীদের নামে মামলা করেছেন। এ মিথ্যা মামলায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন তারা। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির প্রধান সমন্বয়ক রনিয়া সুলতানা ঝুমুর বলেন, কায়সার হামিদ যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করেন, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/আশরাফুল/মুশফিক