শিক্ষা

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৬২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গত বছরের তুলনায় এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার বেড়েছে। এ বছর এইচএসসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯.৬২ শতাংশ। রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ১ হাজার ৮২১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১ হাজার ৮১৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৫৪ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ৯২১ জন, মানবিক বিভাগ থেকে ১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এদিকে ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা। তাসলিমা ফারিয়া নামের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলে, ভালো ফল হওয়ায় আমি খুব আনন্দিত। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আরেক শিক্ষার্থী সাবিনা মাসফিয়া বলে, বাবা-মা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই ভালো ফল। এজন্য তাদের ধন্যবাদ। ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি সেজন্য সবার দোয়া চাই। রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/নূর/রফিক