শিক্ষা

নটরডেমে পাসের হার ৯৯.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : এইচএসসিতে নটরডেম কলেজে দুই হাজার ৭২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই হাজার ৫৭ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৯৯.২৫ শতাংশ। কলেজটিতে এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮৭৬ জন। ব্যবসায় শিক্ষায় পাস করেছে ১৬১ জন এবং মানবিকে ২০ জন। রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা গেছে। এবার ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। ছেলেদের চেয়ে মেয়েরা এবার ২ দশমিক ৮২ ভাগ বেশি পাস করেছে। মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন। এবার জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। গতবারের চেয়ে এবার প্রায় ৬ শতাংশ শিক্ষার্থী কম পাস করেছে। গত ২ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন, ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। আরো পড়ুন : রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/ইয়ামিন/সাইফ