শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মত ভিসি অপসারণ ও ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষাভ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতারা বলেন, আজ ২২ দফা দাবি ঘোষণা করেছি আমরা। এ দাবি নিয়েই আমরা আন্দোলন করছি। যতদিন না এই ২২ দফা দাবিপূরণসহ ভিসির অপসারণ না হয় ততদিন এ আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোঠা না রাখায় বরিশালের সাংস্কৃতিক কর্মী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে ভিসি বিরোধী একটি আন্দোলন চলছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিসির অপসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

 

রাইজিংবিডি/ বরিশাল/ ২৫ জুলাই ২০১৭/ জে. খান স্বপন/রুহুল