শিক্ষা

জবিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদোগে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, পুরান ঢাকার গৌড়ীয় মঠের দুজন মহারাজ, জবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, প্রক্টর ড. নুর মোহম্মদ ও শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/আশরাফুল/মুশফিক