শিক্ষা

প্রাণবন্ত বিতর্কে লক্ষ্মীপুর মাতালো খুদে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ক্ষুরধার যুক্তি দিয়ে পরস্পরকে ঘায়েল করছেন লক্ষ্মীপুরের মেধাবী বিতার্কিকরা। দিন শেষে জয়ের মুকুট শোভা পেয়েছে চ্যাম্পিয়ন দল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন খুদে বিতার্কিকের মাথায়। লক্ষ্মীপুরে গত ১১ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হয় চতুর্থ মনোয়ার স্মৃতি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা। এতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শাওনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিতার্কিক দল। সামান্য ব্যবধানে রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই স্কুলের দলনেতা আফসানা নুর সায়মা। পুরো আয়োজনে অংশ নেয় লক্ষ্মীপুরের ১৩টি স্কুলের প্রায় একশ’ শিক্ষার্থী। বিজয়ী দলের তিন বিতার্কিক আবু সাঈদ শাওন, রাহীম উল ইসলাম এবং রায়হান ইউসুফ রাফি। কদিন আগেই আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই বিতার্কিক দলটি বিটিভির স্কুল বিতর্কে জয়লাভ করে। রানার্স আপ দলের তিন বিতার্কিক ছিলেন আফসানা নূর সায়মা, ফাইযানা তুত তাহিরা এবং উপমা নাথ। ক্ষুদে মেধাবী বিতার্কিক মোহাম্মদ মনোয়ার উদ্দিনের স্মরণে এই বিতর্ক প্রতিযোগিতার নামকরণ করা হয়। ২০০৪ সালের ৩০ নভেম্বর লক্ষ্মীপুরের ডিবেট অ্যাসোসিয়েশনের এই মেধাবী মুখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবারের আয়োজনে কয়েক রাউন্ডের বিতর্কে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল, ‘গণমাধ্যম গণমানুষের কথা বলে, দারিদ্র্য নয় অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারণ, ইন্টারনেট ব্যবহারের কারণে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, জঙ্গিবাদ প্রতিরোধে পরিবারের ভূমিকাই প্রধান।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ