শিক্ষা

শোক দিবস উপলক্ষে জবিতে ডিবেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘৩য় ডিবেট প্রিমিয়ার লীগ’অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অবকাশ ভবনে সংগঠনটির কার্যালয়ে সকাল ৯টা থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। রাত ১০টার দিকে এ আয়োজন শেষ হয়। সংসদীয় ধারার এই বিতর্কে মোট ৩৬ জন বিতার্কিক লটারির মাধ্যমে ১২টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এই দলগুলোর নামকরণ করা হয় ১৫ আগস্টের শহীদদের নামানুসারে। দিনব্যাপী জমজমাট এ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হন শেখ রাসেল স্কোয়াড ও শেখ আরজুমনি স্কোয়াড। ‘বৈশ্বিক রাজনীতিতে বঙ্গবন্ধু সবচেয়ে বড় দীর্ঘশ্বাসের নাম’ শীর্ষক বিতর্কে শেখ আরজুমনি স্কোয়াডকে হারিয়ে ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সবুজ রায়হানের নেতৃত্বে শেখ রাসেল স্কোয়াড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গ্র্যান্ড ফাইনালে শেখ রাসেল স্কোয়াডের মুজাহিদ অনিক সেরা বিতার্কিক ও আব্দুর রব সেরনিয়াবাত স্কোয়াডের হাসিবুল আলম টুর্নামেন্টের সেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিবেটিং সোসাইটির মডারেটর ড. নজরুল ইসলাম। এবারের প্রিমিয়ার লীগে বিচারক হিসেবে সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/আশরাফুল/মুশফিক