শিক্ষা

নোবিপ্রবিতে ২ অনুষদ ও ৫ বিভাগ খোলা হয়েছে  

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি দুটি অনুষদ ও পাঁচটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। নতুন দুটি অনুষদ হলো- ফ্যাকাল্টি অব এডুকেশন সায়েন্স এবং ফ্যাকাল্টি অব সোস্যাল সায়েন্সেস এন্ড হিউম্যানিটিজ। নতুন পাঁচটি বিভাগগুলো হলো-  সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, শিক্ষা বিভাগ, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সমাজবিজ্ঞান। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণিতে নতুন দুটি অনুষদ ও পাঁচটি বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ এবং ৪ নভেম্বর। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এ পাওয়া যাবে। গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৮টি বিষয়ে ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ শিক্ষাবর্ষে নতুন এ পাঁচটি বিষয় যোগ হয়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হবেন। রাইজিংবিডি/নোয়াখালী/৩০ আগস্ট ২০১৭/মাওলা সুজন/বকুল