শিক্ষা

জবির এক যুগপূর্তি উৎসবের অর্থ রোহিঙ্গারা পাবে

জবি প্রতিনিধি : আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক যুগপূর্তি হবে। এ উপলক্ষে আড়ম্বর উৎসব না করে এর জন্য ব্যয়িতব্য অর্থ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার সেলিম ভুইঁয়া, রেজিস্ট্রার প্রোকৌশলী মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অর্থ দান করতে ইচ্ছুক তাদের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে উপাচার্য বলেন, প্রতি বছর ২০ অক্টোবর জাঁকজমকপূর্ণভাবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত হয়ে আসছে। এবার এক যুগপূর্তি হচ্ছে। রোহিঙ্গাদের বিষয়ে মানবিক কারণ বিবেচনা করে সবার মতামতের ভিত্তিতে এবার আড়ম্বরপূর্ণ উৎসব না করে এর অর্থ রোহিঙ্গা শরণার্থীদের দেওয়া হচ্ছে। সাদামাটাভাবে এ দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/আশরাফুল/মুশফিক