শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি : ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সাড়ে তিন লাখ টাকার চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এছাড়া জালিয়াতির অভিযোগে আরো দুইজনকে আটক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদ কেন্দ্র থেকে তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শাহাজাহান আলী ভর্তিচ্ছু তানসেন মিয়ার ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেন। তানসেনের বাসা নরসিংদীর শিবপুর সদরে। পরে জিজ্ঞাসাবাদে শাহাজাহান সাড়ে তিন লাখ টাকার চুক্তির কথা স্বীকার করেন। পরবর্তী সময়ে তানসেনকেও আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘বৃহস্পতিবার জালিয়াত চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তাদেরকে আটক করা হয়।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ