শিক্ষা

‘গুজবে কান দেবেন না, পরীক্ষা সুষ্ঠু হবে’

নিজস্ব প্রতিবেদক : মেডিক্যালে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘কোনো গুজবে কান দেবেন না। পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। যারা ভাল পরীক্ষা দেবে তারাই মেডিক্যালে ভর্তি হতে পারবে।’ বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিক্যালে ভর্তি পরীক্ষাসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আগামী ৬ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মেডিক্যাল কলেজে ৯ হাজার ৩৪৩ আসনের বিপরীতে ৮২ হাজার ৮৫৬ জন আবেদন করেছে। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হবে ৩ হাজার ৩১৮ জন এবং বেসরকারি মেডিক্যালে ভর্তি হবে ৬ হাজার ২৫ জন। মোট ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ১৫টি কেন্দ্র রয়েছে।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘এবারের পরীক্ষা গতবারের মতো সর্বোচ্চ সতর্কতা ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভুয়া প্রশ্ন বিতরণ বা প্রশ্ন ফাঁসের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সরকার কঠোর নজরদারি রাখবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/সাইফুল