শিক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিকতা নেই। নেই অতিথিদের বক্তৃতাও। জনাকীর্ণ কক্ষে শুধুই নিজেকে বিকশিত করার প্রচেষ্টা। কখনো বক্তৃতা, কখনো মেডিটেশন। ছিল তাত্ত্বিক গানের অন্তর্নিহিত অর্থ বের করার কাজও। সবমিলিয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক এই অনুষ্ঠানে বক্তৃতা যেমন ছিল, তেমনি ছিল তাদের অনুপ্রেরণাদায়ক নানা বিষয়। বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে ‘ইনার ভয়েস ফোরাম’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির মুখ্য ফ্যাসিলিটরের ভূমিকা পালন করেন। এ সময় সেন্টার পরিচালক ও সহকারী অধ্যাপক সিরাজুম মুনীরা, প্রভাষক আফরোজা আহমেদ ও সরফরাজ নেওয়াজসহ বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়িয়ে তাদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যেই এই অনুষ্ঠান। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি তারা সৃজনশীলতার পথেও একধাপ এগিয়ে যাবে। ইনার ভয়েস ফোরাম শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার পাশাপাশি তাদের সবল ও দুর্বল দিকগুলোও চিহ্নিত করতেও সাহায্য করে জানান উপাচার্য। রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফ