শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষায় জালিয়াতি রোধ, ক্যাম্পাসে যান নিয়ন্ত্রণ, খাবারের মূল্য নির্ধারণ, সার্বিক নিরপত্তাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বেশ কিছু চক্র এবং স্থানকে সনাক্ত করা হয়েছে। যে কোনো সময় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষায় আইনশৃংঙ্খলা বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন  কর্মকতা, র‌্যাব, ডিজিএফআই, এনএসআইসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা দফায় দফায় রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সকলে সর্বোচ্চ সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, আইসিটির পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা প্রমুখ। রাইজিংবিডি/রাজশাহী/১৯ অক্টোবর ২০১৭/মেহেদী হাসান/বকুল