শিক্ষা

সূর্যসেন হল ক্যাফেটেরিয়াকে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: খাবারের মূল্য বেশি রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল ক্যাফেটেরিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে হল প্রশাসন। শুক্রবার দুপুরে খাবার খেতে গেলে ঢাবির এক শিক্ষার্থীর কাছ থেকে খাবারের দাম বেশি রাখলে সে তাৎক্ষণিক হল প্রশাসনকে বিষয়টি অবহিত করে। পরে হল প্রশাসন এসে ঘটনার সত্যতা পেয়ে ওই ক্যাফেটেরিয়াকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করে। খোঁজ নিয়ে জানা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতি পরীক্ষার দিন খাবারের প্রতি আইটেমে ৫-১০ টাকা বেশি রাখা হয় সূর্যসেন হলের এই ক্যাফেটেরিয়াতে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ‘ঘ’ ইউনিটের পরীক্ষার দিনেও খাবারের মূল্য বেশি রাখে তারা। খাবারের মূল্য বাড়ানোর কারণ জানতে চাইলে ক্যাফেটেরিয়ার মালিক স্বপন কোনো সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে হলের প্রক্টর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমাকে একজন ফোনে বিষয়টি জানানোর পর আমি হলের কয়েকজন আবাসিক শিক্ষককে সেখানে পাঠাই।’ এ বিষয়ে শনিবার (২১ অক্টোবর) মিটিংয়ের পর বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ