শিক্ষা

জাবিতে ৪ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর আয়োজক। 'জাতীয় নারী বিতর্ক উৎসব ও ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭'  নামে এ বিতর্ক প্রতিযোগিতা ১৫ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও’র সভাপতি শাহীন রেজা। লিখিত বক্তব্যে শাহীন রেজা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতনবিরোধী দিবসকে সামনে রেখে জেইউডিও ৩য় বারের মতো জাতীয় নারী বিতর্ক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। আয়োজনের মধ্যে থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ও ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অংশগ্রহণ করবে। আগামী ১৫ নভেম্বর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আগামী ১৮ নভেম্বর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজনের চূড়ান্ত বিতর্ক, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সামজিক প্রতিরোধের একটি কাঠামোবদ্ধ অবস্থান তৈরি করার উদ্দেশ্যে জেইউডিও প্রতিযোগিতার আয়োজন করছে। এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের আহ্বায়ক দিলশাদ হোসেন দিনা, সাধারণ সম্পাদক মুশফিক উস সালেহীন, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ফয়সাল মাহমুদ শান্ত। রাইজিংবিডি/জাবি/১৪ নভেম্বর ২০১৭/তহিদুল ইসলাম/মুশফিক