শিক্ষা

ঢাবিতে ইন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠা করতে চায় কোরিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠা করতে চায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা)। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতা চায় সংস্থাটি। পর্যায়ক্রমে দেশের বেশকিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিজনেস ইনকিউবেটর সেন্টার স্থাপন করতে চায় সংস্থাটি। সোমবার কইকার একটি প্রতিনিধিদল ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে  এসব আগ্রহের কথা প্রকাশ করেন তারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কইকার ইকোনোমিক ডেভেলপমেন্ট ডিভিশনের প্রোগাম অফিসার সাং কিউব লি। এ সময় কইকার সাউথ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রোগাম কো-অর্ডিনেটর ইয়ো জং উয়া, কইকা বাংলাদেশের প্রোগাম কো-অর্ডিনেটর ফজলে রাব্বি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউসুফ আলী প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেশন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠায় ইউজিসি সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি বলেন, উচ্চশিক্ষার সম্প্রসারণে ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ইন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম চালু করতে চায়। তিনি বলেন, ইনোভেশন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠা হবে খুবই কার্যকরি এবং উৎপাদনশীল। তদারকি সংস্থা হিসেবে ইউজিসি ভূমিকা পালন করবে বলে তিনি প্রতিনিধিদলকে জানান। তিনি আরো বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও দেশের উন্নয়নে ইউজিসি বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে যোগসূত্র চায়। স্নাতক পর্যায়ে ইন্টারপ্রেনারশিপের ওপর কারিকুলাম প্রণয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফ