শিক্ষা

জাবিতে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শনিবার

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল শনিবার দীর্ঘ ১৯ বছর পর সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ২৫টি পদের জন্য প্যানেলে ও স্বতন্ত্র ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ৪৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় সেজেছে উৎসবের সাজে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভোটারদের স্বাগত জানাতে নেওয়া হচ্ছে আলাদা ব্যবস্থা। এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন ও সমাজ বিজ্ঞান অনুষদের দুটি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র দুটিতে মোট ১১২টির মত বুথ থাকবে। এ ছাড়া নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০০ সদস্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে। রাইজিংবিডি/জাবি/২৯ ডিসেম্বর ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল