শিক্ষা

নতুন জাতীয়করণকৃত ৬৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সমাপনী পরীক্ষায় নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৬৬টিতেও কোনো শিক্ষার্থী পাস করেনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, একজন শিক্ষার্থীও পাস করেনি এমন স্কুলের মধ্যে সরকারি স্কুল রয়েছে ১০টি, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুটি, অস্থায়ী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাতটি, কিন্ডার গার্টেন ৬৮টি, এনজিও ৪৬টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সাতটি, নন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৮টি, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় চারটি, ব্র্যাক স্কুল একটি, আনন্দ স্কুল সবচেয়ে বেশি ৭৫টি, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় তিনটি, বিদ্যালয়বিহীন এলাকায় স্থাপিত ১৫০০ বিদ্যালয়ের মধ্যে তিনটি ও নতুন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয় ৬৬টি। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর ইবতেদায়ি পরীক্ষায় গড় পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৬০৯। রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফুল